নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া:সাতক্ষীরার ৫ মহিলা চোরকে কলারোয়ায় ভ্রামম্যাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ৫মহিলার প্রত্যেকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ জানান-সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী মর্জিনা খাতুন(৪৮), একই গ্রামের মৃত মোস্তাকের স্ত্রী কহিনুর বেগম(৪৫), আবু হাসানের স্ত্রী ফেলি বেগম (৪৫), শহিদুল ইসলামের স্ত্রী রেখা খাতুন (৩৫) ও কাশেমপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী পলি বেগম (২২) যশোরের বাগআঁচড়া বাজারের বিভিন্ন দোকান থেকে ১৫টি শাড়ি চুরি করে পালিয়ে যাচ্ছে। এসমন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়,এএসআই আহসান হাবিব, নুর আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের যুগিবাড়ী থেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার এসআই বিপ্লব রায়, জেলা ভোক্তা অধিকারের পরিদর্শক শেখ মো: মনিরুজ্জামান, নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী এমএ মান্নান।