কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মুক্তিযোদ্ধা সন্তান আখলাকুর রহমান এর উপর গত ৩ জুন কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ও সারা বাংলাদেশ ব্যাপী একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের অংশ হিসাবে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ৫ জুন বেলা ১১টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, প্রতিষ্ঠাতা সভাপতি এসএম গোলাম রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় বক্তরা বলেন, গুলশানার শিশু সদন নামের একটি এতিমখানার সভাপতি আব্দুল গফ্ফার ভূয়া এতিম দেখিয়ে দীর্ঘ দিন ধরে সরকারী বরাদ্ধের টাকা আতœসাৎ করে আসছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ভূয়া প্রমানিত হওয়ায় সমাজসেবা কর্মকর্তা সরকারী বরাদ্দের টাকা দিতে না চাইলে তার মাথা ফাঁটিয়ে দেওয়া হয়। মানববন্ধন কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধা সন্তানের উপর সন্ত্রাসী হামলায় দোষীদের দৃষ্টান্ত মুলক শান্তির দাবী জানান। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …