ঋণ খেলাপির ৬৬ হাজার ১০৮ কোটি টাকাই আ‘লীগের চলতি নয় বছরে

* স্বাধীনতার ৩৮ বছরে ছিল ২২ হাজার ৪৮১  কোটি টাকা * বর্তমানে বেড়ে হয়েছে ৮৮হাজার ৫৮৯ কোটি টাকা
মুহাম্মাদ আখতারুজ্জামান: কোনো দল টানা ক্ষমতায় থাকলে সে দেশের উন্নতি হয়। দুর্নীতি কমে আসে। অর্থ অপচয় রোধ হয়। কালো টাকার প্রভাব কমে আসে। বিশেষজ্ঞদের এসব ধারণা বর্তমানে ম্লান হয়ে গেছে। ঘটেছে উল্টোটা। বর্তমান সরকারের টানা নয় বছরের ব্যাংকিং খাতের অবস্থা রীতিমতো চোখ কপালে উঠার দশা। বর্তমান সরকারের সময়ে ব্যাংকিং খাতের লুটপাটের ঘটনা ভয়ঙ্কর রুপ নিয়েছে। দেশে ঋণ খেলাপি মহামারি আকার ধারণ করেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে রাঘব বোয়ালরা যেন খেলাপি হতেই ঋণ নিচ্ছেন। ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া বর্তমান সরকারের সময়ে নিয়মে পরিণত হয়েছে। খেলাপিদের সরকারের সাথে আঁতাত থাকায় ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায়ে অসহায় হয়ে পড়েছে। ফলে এদিকে হু হু করে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ অন্যদিকে ব্যাংকের আর্থিক ভিত্তি নড়বড়ে হওয়ায় ঝুঁঁকির মুখে পড়ছেন আমানতকারীরা।
স্বাধীনতার ৩৮ বছরে অর্থাৎ ২০০৯ সাল পর্যন্ত যেখানে ঋণ খেলাপির পরিমাণ ২২ হাজার ৪৮১ কোটি টাকা সেখানে বর্তমান আওয়ামী লীগ সরকারের চলতি নয় বছরে ঋণ খেলাপির পরিমাণ ৬৬ হাজার ১০৮ কোটি টাকা। অতএব স্বাধীনতার ৩৮ বছরে যে পরিমাণে খেলাপি ছিল এ সরকারের চলতি ৯ বছরে তা বেড়েছে চারগুণ। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ হাজার ৫৮৯ কোটি টাকা। আর এ সময়ে ঋণ অবলোপন করা হয়েছে ৪৮ হাজার ১৯২ কোটি টাকা। অবলোপন যুক্ত করলে মোট খেলাপি ঋণ দাঁড়ায় এক লাখ ৩৬ হাজার ৭৮১ কোটি টাকা। যা রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো ঘটনা।
খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের নজরদারি, সার্কুলার জারি ও খেলাপি গ্রাহকদের বিভিন্ন ধরনের ছাড় দিলেও আদায় হচ্ছে না বরং প্রতিবছরই এর পরিমাণ বাড়ছে। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। সরকারের চলতি ৯ বছরে তা চারগুণ বৃদ্ধি পেয়ে সাড়ে ৮৮ হাজার কোটি টাকায় ঠেকেছে। তথ্যে দেখা যায়, ২০১৮ সালের মার্চ পর্যন্ত ব্যাংগুলোর ঋণ দেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ২২ হাজার ১৩৭ কোটি টাকা। সে হিসাবে খেলাপি ঋণ বিতরণকৃত ঋণের ১০.৭৮ শতাংশ। এছাড়া ২০১৭ সালের মার্চ পর্যন্ত খেলাপি ঋণ ছিল ৭৩ হাজার ৪০৯ কোটি টাকা। আর চলতি বছরের মার্চে তা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৫৮৯ কোটি টাকা। সে হিসাবে গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১৫ হাজার ১৮০ কোটি টাকা। আর ২০১৭ সালে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা। সে হিসাবে মাত্র তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার ২৮৬ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গত মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৮৫ কোটি টাকা। এটা ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২৯.৮৪ শতাংশ। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপির পরিমাণ ছিল ৩৫ হাজার ৭১৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে বেড়েছে সাত হাজার ৯৭০ কোটি টাকা। অন্যদিকে বেসরকারি খাতের ৪০ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ২৮৯ কোটি টাকা। যা বিতরণকৃত ঋণের ৬ শতাংশ। ২০১৭ সালের ডিসেম্বর শেষে এসব ব্যাংকের খেলাপির পরিমাণ ছিল ২৯ হাজার ৩৯৬ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। মার্চ শেষে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৬ কোটি টাকা এবং বিদেশী ৯ টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ কোটি টাকা।
খেলাপি ঋণ বেশি থাকায় ব্যাংকগুলো নানা ঝুঁকির মধ্যে পড়েছে। মাত্রাতিরিক্ত খেলাপি ঋণের কারণে ব্যাংক ঋণের সুদের হার কমছে না। সিঙ্গেল ডিজিটে নেমে আসা সুদের হার খেলাপি ঋণ বাড়ার কারণে আবার হুহু করে বাড়ছে। এতে ব্যবসা-বাণিজ্যের খরচও বাড়ছে। বেড়ে যাচ্ছে পণ্যের দাম। ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদ্যোক্তা ও ভোক্তারা। ব্যাংকের আর্থিক ভিত্তি নড়বড়ে হওয়ায় ঝুঁঁকির মুখে পড়ছেন আমানতকারীরা।
খেলাপি ঋণ বৃদ্ধির ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, নিয়মাচার না মেনে রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়ার কারণেই অর্থ আদায় হচ্ছে না। দেখা যাচ্ছে ঋণ ফেরত না দিলেও কিছু হয় না। আদালতের আদেশ নিয়ে বছরের পর বছর ভালো থাকা যায়। এ জন্য ঋণ ফেরত না দেওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে। এ থেকে অন্যরাও উৎসাহিত হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ব্যাংক খাতকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। তিনি আরও বলেন, পুনর্গঠন ও পুনঃতফসিল এক ধরনের হিসাব জালিয়াতি। এসবে ঋণ আদায় হয় না। সর্বোচ্চ কিছুদিন লুকিয়ে রাখা যায়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০০৯ সালে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০১১ সালে তা বেড়ে ২২ হাজার ৭৪০ কোটি টাকা হয়। কিন্তু পরের বছর ২০১৩ সালে তা বেড়ে প্রায় দ্বিগুণ ৪২ হাজার ৭৩০ কোটি টাকায় দাঁড়ায়। ওই বছরেই খেলাপি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে। শতকরা হিসাবে বেড়েছে প্রায় ৮৯ শতাংশ। পরের বছর ২০১৩ সালে খেলাপি ঋণ সামান্য কমে ৪০ হাজার ৫৮০ কোটি টাকায় নেমে আসে। ২০১৪ সালে খেলাপি ঋণ ১০ হাজার কোটি টাকা বেড়ে ৫০ হাজার ১৬০ কোটি টাকা হয়। ২০১৫ সালে তা আরও ৯ হাজার কোটি টাকা বেড়ে হয় ৫৯ হাজার ৪১০ কোটি টাকা। ২০১৬ সালে এ ঋণ বেড়ে হয় ৬২ হাজার ১৭২ কোটি টাকা। ২০১৭ সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয় ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা। সর্বশেষ ২০১৮ সালের মার্চে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৫৮৯ কোটি টাকায়। ওই প্রতিবেদন বিশ্লেষণ দেখা যায়, ২০১২ সালের পর ২০১৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ দশমিক ৬০ শতাংশ খেলাপি ঋণ বেড়েছে। এ ছাড়া ২০১৭ সালে ১৯ দশমিক ৫১ শতাংশ, ২০১৫ সালে ১৮ দশমিক ৪৪ শতাংশ ও ২০১৬ সালে ৪ দশমিক ৬৪ শতাংশ বাড়ে খেলাপি ঋণ। তবে ২০১১ ও ২০১৩ সালে আগের বছরের তুলনায় খেলাপি ঋণ কিছুটা কমেছিল।
এদিকে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিবছরই খেলাপি ঋণের একটি অংশ অবলোপন হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০৯ সালে ২ হাজার ২৫০ কোটি, ২০১০ সালে ২ হাজার ১০০ কোটি ও ২০১১ সালে ১ হাজার ৯৯০ কোটি টাকা খেলাপি ঋণ অবলোপন করা হয়। তবে একমাত্র ২০১২ সালে আগের বছরের তুলনায় অবলোপন করা ঋণের পরিমাণ কমেছিল। আলোচ্য ৯ বছরে ২০১৩ সালে সবচেয়ে বেশি ৮ হাজার ৮৪০ কোটি টাকা খেলাপি ঋণ অবলোপন করা হয়েছে। এ ছাড়া ২০১৪ সালে ৬ হাজার ৭৮০ কোটি টাকা, ২০১৫ সালে ৫ হাজার ৫৪০ কোটি টাকা, ২০১৬ সালে ৪ হাজার ৬৭০ কোটি টাক এবং ২০১৭ সালে ২ হাজার ৪১০ কোটি টাকা অবলোপন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, রাষ্ট্রায়ত্ত ছয় ও বেসরকারি খাতের ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে। এতে সার্বিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ফের দুই অঙ্কের ঘর অতিক্রম করেছে। গত মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৭৮ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ। একই সাথে মার্চ পর্যন্ত মোট খেলাপি ঋণের মধ্যে আদায় অযোগ্য কুঋণ বেড়ে হয়েছে ৭৩ হাজার ৬১৯ কোটি টাকা।
প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্ঘটনায় ব্যবসায় লোকসানের কারণে অনেক ঋণগ্রহীতা খেলাপি হয়। এ ক্ষেত্রে খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বন্ধক রাখা জমি বা সম্পদ নিলাম করে ঋণের টাকা আদায় করে ব্যাংক। কিন্তু এখন অনেক ঋণগ্রহীতাই ইচ্ছাকৃতভাবে খেলাপি হচ্ছেন। তারা বন্ধকী সম্পত্তি নিলাম করে টাকা আদায়েও বাধা দিচ্ছেন। ফলে বিপাকে পড়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। ঋণগ্রহীতারা প্রভাবশালী হওয়ায় তারা আইনজীবীদের মাধ্যমে মামলা পরিচালনা করান। পরিস্থিতির সুযোগ নিতে যেন অনেকটা নিয়ত করেই ব্যাংক থেকে টাকা নিয়ে খেলাপি হচ্ছেন প্রভাবশালীরা। এতে ব্যাংকব্যবস্থায় করুন দশা দেখা দিয়েছে। জনগণের করের টাকায় প্রতি বছর ব্যাংকগুলোর মূলধন পুনর্ভরণ করে বাঁচিয়ে রাখতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ঋণ খেলাপির জন্য ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, রাজনৈতিক বিবেচনায় বড় ঋণখেলাপিদের আইনের আওতায় না আনা ও বাংলাদেশ ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনা দায়ী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধায় যেসব ব্যবসায়ীরা খেলাপি ঋণ নবায়ন করেছিলেন সে সব ঋণ আবারও খেলাপিতে পরিণত হয়েছে। আবার এ সময়ে ব্যবসা-বাণিজ্যের কোনো উন্নতি হয়নি। ব্যবসায়ী ক্রমন্বয়ে লোকসানের ঘানি টানতে টানতে ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলেছেন।
সংশ্লিষ্টরা জানান, এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে আর পরিশোধ করছেন না। ঋণ দুর্বৃত্তদের অপকর্মের খেসারত গুণতে হচ্ছে গোটা জাতিকে। বলা চলে দেশের ব্যাংকিং খাতে ইচ্ছেকৃত ঋণখেলাপির সংখ্যা বাড়ছে, যার জন্য দায়ী কিছু বড় ঋণখেলাপি। তারা ব্যাংক থেকে নানা কৌশলে ঋণ নিচ্ছেন। কিন্তু আর ফেরত দিচ্ছেন না। আর এ বড় ঋণখেলাপির কারণে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় জমে গেছে।
জানা গেছে, একজন ঋণখেলাপি অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না। এমনকি জাতীয় কোনো নির্বাচনেও অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণ আদায়ের সবচেয়ে বড় জটিলতা দেখা দিয়েছে আইনগত জটিলতা। শ্রেণীকৃত ঋণ আদায়ে আইনি জটিলতা প্রকট আকার ধারণ করেছে। খেলাপি গ্রাহকেরা ঋণ পরিশোধ না করার জন্য বিভিন্ন আইনি ফাঁকফোকর বের করছে। বেশির ভাগ ক্ষেত্রে খেলাপি গ্রাহকরা শ্রেণীকরণ হতে বেরিয়ে আসার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে শ্রেণীকরণের ওপর স্থাগিতাদেশ নিচ্ছেন। এ সুবাদে তারা অন্য ব্যাংক থেকে ঋণসুবিধা নিচ্ছেন। এ ক্ষেত্রে আইনগত বাধা না থাকলেও সংশ্লিষ্ট ব্যাংকগুলো প্রকৃতপক্ষে একজন ঋণখেলাপিকেই গ্রাহক হিসেবে গ্রহণ করছে। ওই গ্রাহক ফের খেলাপি হয়ে আবার আদালতে মামলা দায়ে করছেন। এভাবে ব্যাংকগুলোর বিরুদ্ধে তারা আইনি প্রক্রিয়া গ্রহণ করছেন। এতে ব্যাংকগুলোর জন্য অত্যন্ত ব্যয়সাপেক্ষ হয়ে দেখা দিচ্ছে। একই সাথে খেলাপি ঋণ আদায় কার্যক্রমও ব্যাহত হচ্ছে।সংগ্রাম।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।