ছাতক : ছাতকে পৃথক ঘটনায় চার শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ফাহমিদা বেগম (৬) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিননগর গ্রামের ইলিয়াজ মিয়ার কন্যা। একই দিন রাকিব আলী (৯) নামে আরও এক শিশু ডোবার পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়। সে ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। এদিকে তানিম আহমদ (৭) নামে এক শিশু সুরমা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয় এক জেলে ওই শিশুর লাশ উদ্ধার করেছে। সে টেঙ্গারগাঁও গ্রামের আনোয়ার আলীর ছেলে। এছাড়া ছাতক উপজেলার সীমান্তবর্তী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল গ্রামে চান মিয়ার সাড়ে ৩ বছরের শিশুপুত্র জিহান আহমদ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। তাকে ছাতক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় নদী ও পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে শিশু তিনটি নিখোঁজ হওয়ার পর ওই দিন গভীর রাতে দু’জনের এবং বুধবার সকালে অপর একজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার সাপমারা ইউনিয়নের মালঞ্চা গ্রামের শাহিন মিয়ার ছেলে তৌহিদ মিয়া (৫) ও প্রতিবেশী আইনুল হোসেনের ছেলে রনি (৫) সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। অপরদিকে ওই উপজেলার হরিরামপুর ইউনিয়নের পারধুন্দিয়া গ্রামে করতোয়া নদীতে মঙ্গলবার বিকালে গোসল করতে নেমে নিখোঁজ হয় রানী আকতার (৭) নামে এক শিশু। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। রানী নাওভাঙ্গা ক্রোড়গাছা গ্রামের আলমগীরের মেয়ে।
শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বাড়ির পাশের মাটির গর্তের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া লস্কর কোণাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৪ বছরের সিনথিয়া ঘাগড়া লস্কর গ্রামের সুজন মিয়ার মেয়ে ও ৫ বছরের শিশু সুমাইয়া একই গ্রামের মো. শাহ আলমের মেয়ে।
হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনী গ্রামে জাহেদ নামে দেড় বছরের শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। তার পিতার নাম মনির হোসেন। বুধবার সকালে জাহেদ পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়।এদিকে হাজীগঞ্জে রান্ধুনিমুড়া গ্রামে পানিতে ডুবে চার কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকর মাতাম। বুধবার সকালে হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়–য়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ চার পরিবারের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার করে ৮০ হাজার টাকা অনুদান দেন। উল্লেখ্য, সোমবার দুপুরে দীঘিতে গোসল করতে গিয়ে রান্ধুনীমুড়া গ্রামের শুকু কমিশনারের বাড়ির চার কিশোর লিয়ন, রাহুল, শামীম, রায়হানের মৃত্যু হয়।
উজিরপুর : বরিশালের উজিরপুরে ২ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটির নাম মুছা (২)। সে উপজেলার মালিকান্দা গ্রামের আরিফ হোসেনের ছেলে।
কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে সুইপার মামুন খলিফা (৩৮) মারা গেছেন। মঙ্গলবার রাতে উপজেলার নীলগঞ্জ আবাসনের পুকুরে গোসল করতে নেমেছিলেন মামুন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
কাউখালী (পিরোজপুর) : কাউখালীর সন্ধ্যা নদীতে বুধবার দুপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কুমিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে আ. রহমান (৪০) নদীর মোহনায় মাছ ধরতে যান। এ সময় পানির মধ্যে শক্ত গাছের গোড়ার সঙ্গে জাল আটকে গেলে আ. রহমান জাল ছাড়াতে গিয়ে পানিতে ডুবে যান। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।যুগান্তর।