মসিয়াররহমান কাজল। বেনাপোল ;;বেনাপোল চেকপোস্ট কাষ্টমসে রঞ্জন সাহা (৩৬) নামে একজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর বেল্টের ভিতর মিলল ৩৫০ গ্রাম ওজনের সোনার বার। সে ভারতের কলকাতার বেহালা থানার ৩৪ নম্বর ভূপেন নগর রোডের অনিল সাহার ছেলে। তার পাসপোর্ট নম্বর জেড –৩৮৬৫১১৭।
শুক্রবার সকালে বহির্গমন পুলিশ চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।
শুল্ক গোয়েন্দা তথ্যে জানা যায়, আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল রঞ্জন নামে একজন ভারতীয় সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা বেনাপোলে চেকপোষ্ট ইমিগ্রেশন কাষ্টমসের পুলিশ চেকিং পয়েন্টে আগে থেকে গোপন অবস্থানে থেকে রঞ্জনকে আটক করে। এর পর রঞ্জনের শরীরে এবং মাজার বেল্টের ভিতর থেকে ৩৫০ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়।
উপপরিচালক শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সাইফুর রহমান ৩৫০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান আটক রঞ্জনকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।