মোঃ রিয়াজুল ইসলাম;নাটোর প্রতিনিধি”
নাটোরের গুরুদাসপুরে শ্যুটার ওয়ান পাইপ গান ও ৯ রাউন্ড গুলিসহ আমানত মোল্লা ওরফে ফকির (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ রাজশাহী এর সিপিসি-২, নাটোর। নাটোর ক্যাম্পের এএসপি মোঃ আজমল হোসেন ওই অভিযান পরিচালনা করেন। র্যাব ও স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার চাঁচকৈড় বাজার পাড়াস্থ ফকিরের নিজ বাড়ী থেকে অস্ত্রসহ আটক করে রাত সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর থানায় মামলা দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে। ওই সময় তার বাড়ীতে তল্লাশী চালিয়ে একটি দেশীয় ওয়ান শ্যুটার পাইপ গান, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড শর্ট গানের গুলি, একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, দুই রাউন্ড পি-৫৪ এর গুলি, এক রাউন্ড রিভালভার এর গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে। আমানত মোল্লা ওরফে ফকির চাঁচকৈড় বাজার পাড়ার গিয়াস উদ্দিন ফকিরের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা করছেন বলেও জানা গেছে। এঘটনায় র্যাবের এসআই ঠাকুর দাস বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি অস্ত্র মামলা করেছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, আমানত দীর্ঘদিনের মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে
নাটোরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে ধান ক্ষেত থেকে মোজাফ্ফর (৬৫) নামের এক বয়স্কের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সংলগ্ন উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া এলাকার ধানের জমির আইল থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলসা গ্রামের হারান সরদারের ছেলে বলে জানাগেছে। সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় এক কৃষক মাঠে গেলে ওই মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, তিনি মাঝে মাঝে বাড়ী থেকে অন্য কোথাও চলে যায়। এক সপ্তাহ আগে বাড়ী থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। তিনি মৃগী রোগী। সেই সাথে মানষিক ভারসাম্যহীনও বলে জানাযায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান,ওই মরদেহ উদ্ধার করে ইউডি মামলা নেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে তিনি মৃগী ও মানষিক রোগী বলে পরিবারের লোকজন জানিয়েছে।