ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের মিলনমেলা ঘটেছে। শনিবার ২৩ রমজান সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে এ ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষজিয়াউল হক, জেল সুপার আবু জাহেদ, জেলা জজ কোর্টের পিপি এড. ওসমান গণি, এনএসআই সাতক্ষীরা’র উপ পরিচালক মোজাম্মেল হক, সহকারী পরিচালক আনিসুজ্জামান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, সহকারী কমিশনার একি মিত্র চাকমা, এন.ডিসি মো. মোশারেফ হোসাইন, সদর মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. সিরাজুল ইসলাম খান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, ফারহা দিবা খান সাথী, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, দৈনিক কাফেলা’র চিফ রিপোর্টার এম. ঈদুজ্জামান ইদ্রিস, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ইফতার এর পূর্বে দেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দিন, পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ ও হাফেজ আব্দুল জলিল।
##
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …