স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার অসহায় দুঃস্থ্য মানুষদের মাঝে ভিজিএফ’র কার্ড ও চাউল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের টেনিস ক্লাব মাঠে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ’র কার্ড বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ৫ শ’ ৯০ টি দুঃস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে ৪ হাজার ২শ’ টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমুখ।
রোটরী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে এবং রোটারী ক্লাব অব সাতক্ষীরার সহযোগিতায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী সমিতি ভবনে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান রোটাঃ মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, মো. ওয়ালী উল্লাহ, রোটাঃ মাহফুজা সুলতানা রুবি, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট আবুল হোসেন, সেক্রেটারী আবদুল কায়উম, ভাইস প্রেসিডেন্ট ইজাজ আহমেদ, আরিফুল ইসলাম, স¤্রাট, মাহবুব, রাকেশ ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৬০ জন দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি, তেল ও
মসল্যাসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সদরের ব্রক্ষèরাজপুর ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সদরের ব্রক্ষèরাজপুর ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের ব্রক্ষèরাজপুর ইউনিয়ন চত্বরে ব্রক্ষèরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ’র চাউল বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ চাল বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ব্রক্ষèরাজপুর ইউনিয়নের ২ হাজার ২শ’ ৮২ টি দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয় ২২. ৮শ’ ২০ মে. টন। এসময় উপস্থিত ছিলেন ব্রক্ষèরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য এস.এস রেজাউল ইসলাম, মতিয়ার রহমান, কোরবান আলী, রেজাউল করিম মিঠু, মহিলা ইউপি সদস্য মর্জিনা খাতুন লিলি, ইউপি সচিব সেবাজুর রহমান ও কাজী মাওলানা রওশন আলম প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডে অসহায় দুঃস্থ্য মানুষদের মাঝে ভিজিএফ’র কার্ড বিতরণ করলেন এমপি রবি
আককাজ : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ্য মানুষদের মাঝে ভিজিএফ’র কার্ড ও চাউল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সুলতানপুর ঝিল পাড়া এলাকায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ’র কার্ড বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ২ শ’ ৭০ টি দুঃস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিত
রণ করা হবে। পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে ৪ হাজার ২শ’ টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক
শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল ও শেখ আব্দুর রাজ্জাক চঞ্চল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. নজরুল ইসলাম হাবলু।