তালা (সদর) প্রতিনিধি: তালায় ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারি এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার আটারই গ্রামের জামাল শেখের পুত্র মাতলুব হোসেন লিওন (২৬)। রবিবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, লিয়ন দীর্ঘদিন যাবৎ পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছিল। তার নামে রয়েছে একাধিক ফেসবুক এ্যাকাউন্ট। একটি ফেসবুক এ্যাকাউন্টে সে বাংলাদেশ পুলিশ সদস্য পরিচয় দিযেছে। অন্য একটিতে পরিচয় দিয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সদস্য। সে পুলিশের পরিচয় ব্যবহার করে অসচেতন মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করে চলেছিল। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
‘আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনো অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। সেজন্য …