নিজস্ব প্রতিনিধি: জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি খুলনার ফোরটিস হাসপাতালে ডা. আনিসুর রহমানের অধীনে চিকিৎসাধীন। তার অবস্থা শংকামুক্ত নয় বলে জানিয়েছেন স্বজনরা। তার স্বজনরা জানান, রোববার সকাল ৯টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে জানান আক্তার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা ফোরটিস হাসপাতালে ভর্তি করা হয়। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …