ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা সদর ভূমি অফিস এর কার্যক্রম চলছে খুড়িয়ে খুড়িয়ে। ব্যাহত হচ্ছে অফিসের স্বাভাবিক কার্যক্রম। গত চার বছর যাবৎ এখানের কানুনগো পোস্টটি খালি পড়ে আছে। যার কারনে এই অফিসের কাযক্রম নানা ভাবে ব্যাহত হচ্ছে। তার উপর গত ২৯/৩/১৮ সর্ব শেষ সাতক্ষীরা জেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করেছেন নির্বাহী ম্যাজিট্রেট মোছা: ছাদিয়া আফরিন,তার পর দীর্ঘ সময় পার হলেও এখনও কোন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি এখানে দায়িত্ব গ্রহণ করেন নি। জেলা প্রশাসক মহোদয়ের স্বদেচ্ছায় বর্তমানে এই পোষ্টে (অতিরিক্ত) দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা ইউ এন ও মোছাঃ তহমিনা খাতুন। তিনি তার নিজ কার্যালয়ের দায়িত্ব পালন করে তার সুযোগ মতো সাতক্ষীরা ভূমি অফিসে তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সংবাদটি প্রকাশ হওয়ার দিন পর্যন্ত। তিনি দিনে কখনও এক ঘণ্টা কখনও দেড় ঘণ্টা সময় অফিস করেন। এই বিষয়ে কথা বলতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আলমগীর হোসাইন সাতক্ষীরায় বদলি হয়ে আসার কথা থাকলেও অজানা কারনে তিনি এখনো অফিসে যোগদান করেন নি। আপাতত খুড়িয়ে খুড়িয়ে চলছে ভূমি অফিসের কাজ। একজন প্রধান কর্মকর্তার অনুপস্থিতিতে অফিসের অবস্থা খুবই করুণ। যার কারনে অফিসের সকল কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। যার ফল ভোগ করছেন সাধারন মানুষ। কবির হোসেন নামে এক ভুক্তভোগী বলেন গত ২দুই মাস আগে তার চার শতক জমির নামপত্তন করতে দিয়েছেন,একই ভাবে আমিরুল হোসেন তার নিজের দুই শতক জমির নামপত্তন করতে দিয়ে জৈনিক ব্যক্তির মারফত কিন্ত এখনো তা শেষ হয়নি। তারা আরও জানান তাদের কাছ থেকে অর্থের বিনিময়েও তাদের কাজ করতে অপরগতা প্রকাশ করছেন ভুমি অফিসের মুহুরিরা। টাকা ছাড়া একটা কাজও হয় না এই অফিসে। তারা আরও বলেন এমন একটা গুরুত্বপূর্ণ অফিসে কেন একজন দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা অনুপস্থিত থাকে তা তাদের বোধগোম্য নয়। এই ব্যাপারে সাতক্ষীরা সদর ভূমি অফিসে দফায় দফায় যেয়েও বর্তমানে দায়িত্বশীল কর্মকর্তার দেখা পওয়া যায়নি। এই বিষয়ে আশু ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন সাতক্ষীরা সদর ভূমি অফিসের সেবা গ্রহীতা সাধারণ মানুষেরা।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …