যুবদল নেতা টুকুকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ক্রাইমবার্তা রিপোট :  যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকের সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, উত্তরার ১৩ নাম্বার সেক্টরের রোড ১৩ ও বাড়ি নাম্বার ২৭-এ এসে রাত ১২টার পর এসে পৌঁছানোর পর বাসার গেটের সামনে থেকে ড্রাইভার ও সঙ্গে থাকা একজনসহ সালাউদ্দিন টুকুকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। এসময় ওই এলাকায় থাকা সিসিটিভি খুলে নিয়ে যায় তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  এ ঘটনা নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, সরকারের লোকেরাই তাকে তুলে নিয়ে গেছে। অবিলম্বে তাকে থানায় সোপর্দ অথবা জনসম্মুখে আনার দাবি জানাচ্ছি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।