আককাজ : সাতক্ষীরার বাইপাস সড়কের ভূমি অধিগ্রহনের এল এ চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ সভা কক্ষে সরকার নির্ধারিত মুল্য অনুসারে মোট ২ কোটি ৭৯ লক্ষ ৪৬ হাজার টাকার এল এ চেক জমির মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জমির অংশ বিশেষ প্রথম ধাপে মোট ৪৬ টি পরিবারের হাতে চেক তলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ সাতক্ষীরা জেলার ব্যবসা বাণিজ্যে প্রসার ও যোযাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ভোমরা বন্দরের পণ্য পরিবহনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে সাতক্ষীরা বাইপাস সড়কটি। ৮৪ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হতে পলিটেকনিক কলেজ হয়ে বিনেরপোতা পর্যন্ত দীর্ঘ ১২.৩৫০ কিলোমিটার নির্মানাধীন বাইপাস সড়টি ইতিমধ্যে ৬৫ শতাংশ কাজ দৃশ্যমান হয়েছে। অচিরেই বাকি কাজ সম্পন্ন হলে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষ এর সুফল পাবে। সাতক্ষীরা জেলাবাসীর সামগ্রীক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এবং যানজটমুক্ত ও নান্দনিক শহরে পরিণত হবে।’ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …