আমিরাতে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় আজ ঈদ

ক্রাইমবার্তা রিপোট: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল শুক্রবার এ দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর মিলেছে। সে হিসেবে এ দেশটিতেও শুক্রবার ঈদ উপযাপিত হওয়ার কথা। তবে সরকারি চাঁদ দেখা কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা দেয়নি।

বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুসলমানরা।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। টানা এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিনের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে চিরচেনা রূপ পায় দুনিয়ার সব ঈদগাহ। শ্রেণি-ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে মুসলিমরা নিজেদের মধ্যে আলিঙ্গন করে পরস্পরের কুশল বিনিময় করেন। ঈদের নামাজের মোনাজাতে নিজ নিজ দেশ এবং বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করে মহান রবের দরবারে হাত তোলেন মুসল্লিরা। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, গালফ নিউজ, লেটেস্টলি।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।