তালায় মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এড. মোহাম্মদ হোসেন

ফিরোজ হোসেন : সাতক্ষীরা (তাল-কলারোয়া)-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ সুুপ্রিমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্টের বিভাগের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তালা মুক্তিযোদ্ধা সংসদে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সরুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিদ্দিকুর রহমান, সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আবুবকর, সমাজসেবক বাশারাত আলী, শহীদ পরিবারের সন্তান টিপু সুলতানসহ তালা উপজেলার বারটি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডর সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ । এসময় এড.মোহাম্মদ হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নের্তৃত্বে জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন বলেই আজ আমরা বাংলাদেশ নামক ভূখন্ড পেয়েছি। তাদের পাশে জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের মানুষদের দাড়াতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের পাশে দাড়িয়েছে। তাই আগামীতে মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তিকে ভোট দিয়ে শেখ হাসিনা কে ক্ষমতায় এনে গনতন্ত্র অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Check Also

পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা’ ৪০বর্ষ পূর্তিতে নতুন আর পুরোনোদের মিলনমেলা

সাতক্ষীরা সংবাদদাতাঃ ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র পাটকেলঘাটার বাতিঘরখ্যাত ‘পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা’—এর ৪০বর্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।