রাজশাহী মহানগরী জামায়াতের দুই শীর্ষ নেতা আটক

রাজশাহী অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার দুই শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের কিছু আগে তাদের আটক করে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। চন্দ্রিমা থানা পুলিশ তাদের আটক করার সত্যতা নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন- জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হোসেন। এরমধ্যে অধ্যক্ষ সিদ্দিক হোসেনকে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে সে সম্পর্কে পুলিশ সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেয়নি। পুলিশ বলছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ ব্যাপারে জানানো হবে। এদিকে, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হোসেনকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে সংগঠনটি। রাতে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর প্রফেসর এম আবুল হাশেম তাদের এই মুক্তি দাবি করেন।

Check Also

রাজনৈতিক হয়রানিমূলক ৭ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে দায়ের করা ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।