ফিরোজ হোসেন : সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ভাড়–খালী গ্রামের পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘর নির্মানের অভিযোগ রহমানের বিরুদ্ধে। এই জায়গা দখল নিতে যেয়ে জায়গার উপরে থাকা একটি নিম গাছ ও একটি খেুজুর গাছ কেটে রাতারাতি সরিয়ে ফেলে ঘর নির্মান করা শুরু করেছে। ( গাছ দুটির আনুমানিক মুল্য দশ হাজার টাকা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখ্ াযায় ভাড়–খালী গ্রামের মৃত খায়বার মোড়লের ছেলে আব্দুর রহমান ভাড়–খালী বাকাল খালের ভেড়ীবাধের জায়গায় দখল করে অবৈধভাবে লোহার রড দিয়ে পিলার তুলে পাকা দোকানঘর নির্মান করে চলেছে। এ বিষয়ে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি অভিযোগ দিয়েছে। কিন্তু তার পরেও কিভাবে রাতের আধারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা বিল্ডিং নির্মান করছে। ভাড়–খালী গ্রামের স্বপন চৌধুরী জানান খালের ভেড়ীবাধদিয়ে এলাকাবাসী চলাচলের একমাত্র পথ। এ পথ দিয়ে মানুষ চলাচলে করে থাকলেও আব্দুর রহমান অবৈধ ভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা ঘর নির্মান করছে । এলাকাবাসীর নিষেধ অমান্য করে বাকি কাজ শেষ করার পায়তাড়া করছে।
। একই এলাকার বৈদ্যনাথ জানান রাতের আধারে আব্দুর রহমান পাকা পিলার দিয়েছে। ভেঁড়ী বাধের উপরে দোকান ঘর নির্মান হলে এলাকাবাসী গৃহবন্ধী হয়ে যাবে। সূত্র ইতি পূর্বে আব্দুর রহমান ভেড়ী বাধের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মান করেছে। এলাবাসী দ্রুত কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এবং অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে গাছ কাটায় ভুমি দখলকারী আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছন। এবিষয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান আমি অভিযোগের ভিত্তিতে গ্রাম্য পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। পরিবতির্তে কাজ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …