ক্রাইমবার্তা রিপোটঃ ঢাকা: বয়সের কারণে আগামী নির্বাচনে অংশ নিতে না চাইলেও দলের প্রয়োজনে সিদ্ধান্ত পাল্টাতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার সকালে ঈদ পরবর্তী সচিবালয়ে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, নির্বাচনে অংশ নেব না আমি আগেই বলেছি। তবে পার্টির প্রয়োজনে আমি অংশ নেব। যদি এরশাদ সাহেব বা খালেদা প্রার্থী হয়, তাহলে তো আমাকে দাঁড়াতেই হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, শুধু ওই দুজন প্রার্থী হলেই দেশ ও দলের প্রয়োজনে আবারও প্রার্থী হব। এ ছাড়া প্রার্থী হব না।
খালেদা জিয়া জেলখানায় ঈদ করা সম্পর্কে তিনি বলেন, রাজনীতিবিদরা একেক সময় একক জায়গায় ঈদ করবেন। এটা নতুন কিছুই নয়। গত ১০ বছরে আমিও তিনবার বিদেশে ঈদ করেছি।
Check Also
শ্যামনগরে পরিত্যক্ত পুকুর থেকে ৩৬ পিস দেশীয় অস্ত্র উদ্ধার
হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে একটি পরিত্যক্ত পুকুর …