ক্রাইমবার্তা রিপোটঃ ঢাকা:বাংলাদেশের নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বিজিবির সাবেক মহাপরিচালক আজিজ আহমেদ। ২৫ জুন থেকে তিনি সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন বলে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়। সেদিনই অবসরে যাবেন বর্তমান সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
সোমবার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে ২৫ জুন বিকাল থেকে ৩ বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ করা হলো।
এই প্রজ্ঞাপনের মাধ্যমেই লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে সেনাপ্রধান হচ্ছেন। আগামী ৩ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি ২০১২ সাথে ২০১৬ সাল পর্যন্ত ৪ বছর বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজিবি প্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের অধিনায়ক ছিলেন।
১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন আজিজ আহমেদ। তার পৈত্রিক বাড়ি চাঁদপুরে। বাবা ওয়াদুদ আহমেদ ছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা। শৈশব কৈশর কেটেছে ঢাকায়। এসএসসি পাস করেন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবং এইচএসসি পাস করেছিলেন নটরডেম কলেজ থেকে।
উল্লেখ্য, আগামী ২৫ জুন তিন বছর চাকরি শেষে বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অবসরে যাবেন।