প্রথম রাউন্ড থেকে বাদ পড়বে জার্মানি বিশ্বকাপ জিতবে সেনেগাল, ভবিষ্যদ্বাণী হাতির

ক্রাইমবার্তা রিপোটঃ জার্মানির জন্য দু:সংবাদ। আতঙ্কমাখা বার্তা দলটির ভক্ত-সমর্থকদের জন্যও।চাউর হয়েছে, প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বেন ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। এমনই ভবিষ্যদ্বাণী করেছে অতিমানবীয় এক হাতি।

জেল্লার ভবিষ্যদ্বাণীর ওপর ভরসা রাখতে বলছেন স্টুটগার্ট চিড়িয়াখানায় পরিচালক থমাস কোয়েলপিন।তিনি বলেন,ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরের রাউন্ডগুলোর ম্যাচ নিয়ে ভবিতব্য নির্ধারণ করে এ হাতি। তার করা ভবিষ্যদ্বাণীর বেশিরভাগই বাস্তবে ফলেছে (রূপ নিয়েছে)।

যদি জেল্লার ভবিষ্যদ্বাণী সত্যি সত্যিই বাস্তবে রূপ নেয়, তা হলে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব। সেটি হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ সেনেগাল। আগামী ১৫ জুলাই সাদিও মানেদের ঘরে সোনালী ট্রফিটা উঠে কি না-এখন সেটিই দেখার বিষয়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।