নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে পুলিশের সাথে গোলাগুলিতে তুহিন ভুঁইয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় সিদ্দিকুর রহমান ও আবু সাঈদ নামে ডিবি পুলিশের দুইজন এএসআইও আহত হয়েছেন। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দু’জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত চারটার দিকে উপজেলার চান্দাই কলেজের কাছে এই ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী তুহিন ভুঁইয়া বড়াইগ্রামের গোপালপুর গ্রামের আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে। নাটোর ডিবি পুলিশের ওসি মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তুহিনকে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তুহিন আরো কয়েকজন সহযোগীর নাম জানায়। পরে ডিবি ও বড়াইগ্রাম থানা পুলিশ তাকে নিয়ে পুনরায় ভোর রাতে উপজেলার চান্দাই কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। কিন্তু মাদক ব্যবসায়ীরা টের পেয়ে গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সুযোগে তুহিন পালিয়ে যাওয়ার সময় গোলাগুলির মাঝখানে পড়ে তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সৈকত হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
Check Also
আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী
আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …