বগুড়ায় পতিতাবৃত্তির অভিযোগে ৩ নারীসহ আটক ৭

ক্রাইমবার্তা রিপোট:বগুড়ার শেরপুরের মদনপুর গ্রামে সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে তিন নারীসহ ৪ জন খদ্দেরকে আটক করেছে।

এ সময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে আরও তিন পতিতা ও তিন খদ্দের বাড়ির প্রাচীর টপকিয়ে পালিয়ে গেছে।

আটককৃতরা হলেন-রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, ফজর আলী, হালিমা বেওয়া, শাহিদা বেগম, রিক্তা বেগম ও সাগর।

আটককৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের হালিমা ও শাহিদার বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তিনজন নারীসহ ৪ জন খদ্দেরকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ পতিতা ও ৩ খদ্দের বাড়ির প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।