কুলিয়া ইউনিয়নে এক অবসরপাপ্ত শিক্ষকের বাড়িতে হামলা, প্রাচীর ভাংচুর,

নিজস্ব প্রতিবেদক : দেবহাটার কুলিয়া ইউনিয়নে এক অবসরপাপ্ত শিক্ষকের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে পাকা প্রাচীর ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি রবিবার বেলা ১১ টায় দক্ষিন কুলিয়া বাজার সংলগ্ন রওশন আলম মাষ্টারের বাড়িতে ঘটেছে। এবিষয় ভূক্তভোগী থানায় একটি অভিযোগ জমা দিয়েছে। ভুক্তভোগী রওশন আলম জানান রবিবার বেলা ১১ টায় দক্ষিণ কুলিয়ার কুরবান আলী, পিতা আবুল খায়ের, মাসুদ পিতা মৃত জিয়াদ আলী, সাতক্ষীরা সদর থানার তুজুল পুর গ্রামের নাজমুল হোসেন পিতা কুরবান আলীসহ সংঙ্গবদ্ধ সশস্ত্র একটি গোষ্টী মিলে আমার বাড়িতে হামলা চালিয়ে হামান দিয়ে আমার পাকা প্রাচীর ভেঙ্গে দিয়েছে। আমি প্রতিবাদ করলে কুরবান আলী আমাকে মারতে উদ্যত হয়। তুজুল পুর বলাডাঙ্গা এলাকার নাজমুল আহসান নিজেকে অনেক ক্ষমতাধর বলে আমাকে প্রাণ নাশের হুমুকি দিয়ে বলেন আমি ব্যারিষ্টার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রাচীর ভেঙ্গে নিস। তা না হলে তোদের সবকটাকে রাতে তুলে নেওয়া হবে। এ বিষয় রওশন আলম কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের কাছে মৌখিক অভিযোগ দিলে চেয়ারম্যান তাৎক্ষনিক ঘটনা স্থলে গ্রাম পুলিশ পাঠালে হামলার সত্যতা পান। গ্রাম পুলিশ হামলার বিষয় জানতে চাইলে হামলাকারী নাজমুল ও মাসুদ বলে আমরা হামলা চালিয়েছি। আবারও হামলা চালানো হবে। আমার ক্ষমতা ক্ষমতা সম্পর্কে আপনি জানেন না । এর পূর্বেও নাজমুল, মাসুদ ও তার বাহিনীরা মাষ্টার রওশন আলমের উপরে হামলা চালিয়েছিল যা স্থানীয়, জাতীয় পত্রিকায় প্রচার হয়েছিল। এ বিষয় এলাকাবাসী জানান হিং¯্র মাসুদ এক সময় বিএনপি সরকার ক্ষমতায় থাকতে কুলিয়া ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালন করার সময় একাধিক মানুষের ঘর বাড়ি ছাড়তে বাধ্য করেছিল। তাদের অত্যাচারে এক দোকানদার আত্ম হত্যা করতে বাধ্য হয়েছি। মানুষের পা কেটে লবন লাগানের অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে সে সময়। এমন কি মাসুদের নামে দেবহাটায় থানায় নাশকতার মামলাও রয়েছে। মাসুদ এখন রাজনৈতিক ভোল পাল্টিয়ে আওয়ামীলীগের লোক পরিচয় দিয়ে অবসর প্রাপ্ত শিক্ষক রওশন আলমসহ এলাকায় বিভিন্ন লোকের উপরে নির্যাতন করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এলাকাবাসী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ভাংচুরের বিষয় নাজমুল আহসানের কাছে জানতে চাইলে উত্তেজিত হয়ে বলেন আপনি কিসের রিপোর্টার, আপনি হকার, প্রাচীর আমার। আমার মামা সিআইডি,
পাচার মধ্যে ডিম ঢুকানো হবে বলে মামলা করার হুমকি দেয়। সে অন্য আরএকজনকে দিয়ে ফোন করিয়ে বলে আপনার এখানে লোক চলে যাচ্ছে। বুঝবেন।

Check Also

আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী

আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।