বাড়িতে ৭ দিন অবরুদ্ধ ছিলাম : মওদুদ

ক্রাইমবার্তা রিপোটঃ     বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, তাকে বাড়িতে সাত দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

তিনি বলেন, ইফতারেও আমাকে বাইরে বের হতে দেয়নি পুলিশ। ঈদের দিনেও নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। পুলিশ বলছে, ওপরের নির্দেশেই তাকে আটকে রাখা হয়েছে।

বুধবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সরকার জানে যে পরাজয় নিশ্চিত, তাই এভাবে তাকে আটকে রাখা হয়েছিল, তারা ভয়ে আতঙ্কে এমন আচরণ করছে আমাদের সঙ্গে।

নোয়াখালীতে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে দুর্বল। সুষ্ঠু নির্বাচন হলে নোয়াখালী থেকে একটি আসনও পাবে না আওয়ামী লীগ। তাই মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন মওদুদ আহমদ

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।