শ্যামনগর অফিস : শ্যামনগরের আলোচিত হোসেন হত্যা মামলার সাক্ষী মোছাঃ মনিকে চার্জসীটভুক্ত আসামীর দ্বারা হুমকির প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন সংবাদ সম্মেলনে মামলার সাক্ষী গড়কুমারপুর গ্রামের গহর আলী সানার কন্যা মোছাঃ মনি (৪০) জানান, ২০১৪ সালের ২২ মে ৩৮ নং হোসেন নামীয় ব্যক্তি হত্যা মামলায় একই গ্রামে আদারী সানার পুত্র তোফাজ্জেল (৪৫) সহ কয়েকজন চার্জসীটভুক্ত আসামী। মামলাটিকে বাংলাদেশ পুলিশ সিআইডি সাতক্ষীরায় স্বাক্ষী মোছাঃ মনি স্বাক্ষ্য দান করেন। স্বাক্ষী শ্রেণীভুক্ত হওয়ায় মোছাঃ মনিকে গড়কুমারপুর গ্রামের তোফাজ্জেল, মোকছেদ সানা, ছফেদ আলী, নুর ইসলাম, আল-আমিন, সাবুদ সানা, মঈনুজ্জামান, মনিরুল, রমজান সানা, লিয়াকত সানা ও ছোয়ালিয়া গ্রামের ইমান আলী ঘরামীর পুর শামসুর ঘরামী ক্ষীপ্ত হয়ে বিভিন্ন সময়ে মারপিট ও খুন জখম সহ নানবিধ হুমকি অব্যহত রেখেছে। মোছাঃ মনি তাদের হুমকি থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …