নির্বাচনের শেষ মুহূর্তে কাউকে গ্রেপ্তার না করতে ইসির নির্দেশ

ক্রাইমবার্তা রিপোটঃঢাকা: গাজীপুর সিটি করর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে কাউকে গ্রেপ্তার না করতে পুলিশ প্রসাশনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
তবে সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, ছাড় না দেবার জন্য প্রসাশনকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী।
অন্যদিকে দলের ৮ জন নেতাকে গ্রেপ্তারে হতাশা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী।
প্রচারণার শেষ মুহূর্তে এসেও ভোট চাইবার বদলে বুধবার মধ্যরাতে গ্রেপ্তার হওয়া নেতাদের ছেড়ে দেয়ার দাবি নিয়ে সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। হুঁশিয়ার বার্তা দিয়ে জানিয়েছেন ইসি সরকারি দলের পক্ষ নিলে প্রতিরোধে প্রস্তুত বিএনপি।
খুলনার নতুন বিজয়ী মেয়র তালুকদার আবদুল খালেককে পাশে নিয়ে শেষ মুহূর্তে মানুষের কাছে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ প্রার্থী।

তার অভিযোগ, ভোটারদের আতঙ্কিত করতে গুজব রটাচ্ছে বিএনপি।
তবে নির্বাচনের শেষ দিকটায় এসে পুলিশকে অতি উৎসাহী ভূমিকা পালন না করার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ১১ লাখ ভোটারকে নির্বিঘেœ ভোট প্রদানে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।
আগামী ২৬ জুন গাজীপুর সিটি করর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Check Also

রাজনৈতিক হয়রানিমূলক ৭ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে দায়ের করা ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।