নেইমারের ইজ্জত রক্ষা, ২-০ গোলে বিজয়ী ব্রাজিল

ক্রাইমবার্তা রিপোটঃ ব্রাজিলের খেলায় আগের সেই ছন্দ নেই। পুরোপুরি ফিট নন নেইমারও। এই দল নিয়ে বিশ্বকাপে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কোস্টারিকা।

প্রথমার্ধের খেলায় ব্রাজিল বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোনো গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে (৯০+১) গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছেন কুতিনহো। ছয় মিনিট পর (৯০+৭) আরেকটি গোল করেন নেইমার। ফলে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টায়। ম্যাচের ৩ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিলেন ব্রাজিলের ফিলিপে কুতিনহো। কিন্তু বক্সের সামনে থেকে বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি।

১৩ মিনিটে লিড নেওয়ার ভালো একটি সুযোগ এসেছিল কোস্টারিকার সামনে। ডান দিক থেকে দারুণ একটি পাস দিয়েছিলেন বোর্গেস। কিন্তু বক্সের ভেতর থেকে বল পোস্টের বাইরে দিয়ে মারেন গাম্বোয়া।

২৬ মিনিটে মার্সেলোর নিচু পাস নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু অফ সাইডের কারণে গোলটা বাতিল করেন রেফারি।

নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। আর কোস্টারিকা সার্বিয়ার কাছে হেরে যায় ১-০ গোলে। এ ম্যাচে হারলে গ্রুপপর্ব থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে তাদের।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।