ঝর্নার দাফন সম্পন্ন: সর্বস্তরের মানুষের ঢল
ক্রাইমবার্তা ডটকম
23/06/2018
ক্রাইমবার্তা ডেস্করিপোট:দিন আসে দিন যায়, দিনের পরে মাস। মাস শেষে আসে বছর। সেও চলে যায়। হারিয়ে যায় সময়ের অতল গহবরে। কিন্তু রয়ে যায় কিছু স্মৃতি বেদনা। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজুন নাহার ঝর্না শুক্রবার বেলা ১২.৪৫ মিনিটের সময় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ব্যক্তিজীবনে তিন কন্যা সন্তানের জননী ছিলেন। শনিবার সকাল ৯টায় সুলতানপুর ক্লাব মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকেপারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, এলজিইডি’র উপ পরিচালক শাহ আব্দুল সাদী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি, সাবেক মেয়র আব্দুল জলিল, সাবেক সাংসদ ডাঃ মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, আল মামুন সরদার, শেখ আমজাদ হোসেন, শেখ শফিউদ্দীন শফি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ নাসেরুল হক, তৈয়ব হাসান বাবু, হাসনে জাহিদ জজ, বদরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, শেখ কামরুল হক চঞ্চল, শেখ মারুফুল হক, শেখ নিজাম উদ্দীন, আনারুল ইসলাম, শেখ মোসফিকুর রহমান মিল্টন, লস্কর জুনায়েদ হোসেন বায়রন সহ সাতক্ষীরা জেলা, পৌর, উপজেলা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।