ব্রাজিলের খেলা শেষেই খেলোয়াড়ের মৃত্যু!

ক্রাইমবার্তা রিপোট:   বিশ্বকাপ ফুটবলের আসরে শুক্রবার ব্রাজিলের খেলা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে এক ভারতীয় ফুটবলারের মৃত্যু হয়েছে। লেক গার্ডেন্স এলাকায় নিহত ওই খেলোয়াড়ের নাম রঞ্জিত চট্টোপাধ্যায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখে রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বের হন রঞ্জিত।

এরপর রাত সাড়ে ১০টা নাগাদ একটা ফোন আসে। সেই ফোনেই লেক গার্ডেন্স স্টেশনের লাইনের পাশে রঞ্জিতের দেহ উদ্ধারের খবর জানতে পারেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হযেছে, ছোট থেকেই ফুটবলপাগল ছিলেন রঞ্জিত। ফুটবলই ছিল তার ধ্যানজ্ঞান। দীর্ঘ সময় কলকাতা পোর্ট ট্রাস্টের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন।

একসময়ে প্রশিক্ষণ নেয়ার জন্য রঞ্জিতকে বিদেশেও পাঠিয়েছিল রাজ্য সরকার। এলাকায় দক্ষ ফুটবলার হিসেবে তার বেশ নামডাক ছিল।

বর্তমানে ছোটদের ফুটবল খেলা শেখানোর জন্য একটি কোচিং সেন্টার রয়েছে তার।

তার এই মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নিতে পারছে না রঞ্জিতের পরিবার থেকে প্রতিবেশীরা। ইতিমধ্যেই পুলিশের কাছে কয়েকজন সন্দেহভাজনের নাম জানিয়েছে রঞ্জিতের পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।