থানার অভিযোগ সুত্রে ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গোবিন্দপুর গ্রামের রাশেদ মোড়লের ছেলে দু’ সন্তানের জনক আবু সুফিয়ানের (৩০) সাথে একই এলাকার আবু মুছার স্ত্রী দু’ সন্তানের জননী ফিরোজা খাতুনের (৩০) দীর্ঘদিনের পরকীয়া প্রেম ছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ২ টার দিকে উভয়ই অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনায় ভুক্তভোগী আবু মুছা বাদী হয়ে শ্যামনগর থানায় আবু সুফিয়ানকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছে
