ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের সাথে অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি সম্পন্ন করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউট ও অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের যৌথ আয়োজনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমানের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও শেখ হাসিনা সফ্টওয়ার আইটি পার্কের প্রেসিডেন্ড ড. মো. শাহিন আজাদ। এসময় তিনি বলেন,‘কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে ৩ বছর মেয়াদী শেখ হাসিনা সফ্টওয়ার আইটি পার্ক যশোর এ অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের তত্বাবধানে এ প্রশিক্ষণ দেওয়া হবে এবং শিক্ষার্থীদেরকে চাকুরীর নিশ্চয়তা প্রদান করা হবে। কারিগরি শিক্ষার পাশা পাশি তথ্য প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে যাবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হক, অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের বিজনেন্স ডেভলেপমেন্ট ম্যানেজার মো. কৌশিক ইসলাম, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, ট্যুরিজম বিভাগীয় প্রধান সিদ্দিক আলী, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার প্রমুখ। অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত হবে। এসময় সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের শিক্ষক ও অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সফ্টওয়ার ইঞ্জিনিয়ার এম.এম আল-আমীন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …