ক্রাইমবার্তা ডেস্করিপোট: অবশেষে বাড়ির পাশের ডোবার পানিতে ভেসে উঠলো এক দিন আগে নিখোঁজ তিন ভাই-বোনের প্রাণহীন নিথর দেহ।রোববার সকালে জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামে আপন খালু পরশ আলীর বাড়ির ডোবায় জোনাকী (৯), চাঁদনী (৭) ও সাফায়েত উল্লাহ (৪) নামে তিন ভাই-বোনের লাশ মেলে।তারা করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাঙপাড়া গ্রামের হেলাল উদ্দিনের সন্তান। এ হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঈদের দাওয়াত উপলক্ষে দুদিন আগে বড় খালার বাড়িতে বেড়ানোর জন্য তিন ভাই-বোন উত্তর আশতকা গ্রামের খালা বাড়িতে যায়।খালু পরশ আলীর বাড়ির পাশে খেলা করতে গিয়ে শনিবার দুপুর থেকে নিখোঁজ হয় তারা।অনেক খোজাখুজি এমনকি পুকুর-ডোবায় জাল ফেলেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার ভোর ৫টার দিকে খালু পরশ আলীর বাড়ির পাশের ডোবার পানিতেই ভেসে উঠে নিখোঁজ এ তিন ভাই-বোনের লাশ।স্থানীয়দের ধারণা, পরিবারের অন্যদের চোখ ফাঁকি দিয়ে দিনের কোনো এক সময় ডোবার পানিতে পড়ে একে অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় এ অবুঝ তিন শিশু।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …