ক্রাইমবার্তা ডেস্করিপোট: কালিগঞ্জে শেখ ছিদ্দিকুল ইসলাম (৫২) নামে এক জামায়াত কর্মীকে পুলিশ পরিচয়ে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার মুকুন্দমধুসুদনপুর চৌমুহনী বাজার থেকে তাকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি অস্বীকার করছে কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ। শেখ ছিদ্দিকুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মকুন্দমধুসুদনপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
শেখ ছিদ্দিকুল ইসলামের স্ত্রী নাজমা পারভীন জানান, তার স্বামী জামাতের রাজনীতির সাথে জড়িত। ইতোপূর্বে তার স্বামীর নামে একাধিক নাশকতার মামলা হয় পুলিশ। সেসব মামলায় বর্তমানে তিনি আদালত থেকে জামিনে রয়েছেন।শুক্রবার বিকেলে মকুন্দমধুসুদনপুর চৌমুহনীতে বাজার করার সময় পুলিশ পরিচয়ে দু’ব্যক্তি সাদা পোশাকে মোটরসাইকেলে উঠিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর তিনিসহ পরিবারের সদস্যরা কালিগঞ্জ থানায় খোঁজ নিলেও ছিদ্দিকুল ইসলাম নামে কোন ব্যক্তিকে আটকের বিষয়টি অস্বীকার করছে পুলিশ। পাশর্^বর্তী শ্যামনগর থানায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানান। আটক হওয়ার ৩৬ ঘন্টা পরও শেখ ছিদ্দিকুল ইসলামের সন্ধান না পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, শেখ ছিদ্দিকুল ইসলাম নামে কাউকে আটক করা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আজ সকাল সাড়ে ৬টা পর্যন্ত ছিদ্দিকুল ইসলামের কোন খোজ পায়নি তার পরিবার। তবে আজ চালান দিতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে পরিবারটিকে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …