মোঃ রফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি : তালার তেঁতুলিয়ায় স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ বিকাল ৫ টার দিকে তালা থানার তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মৃত মাজেদ সরদারের পুত্র শাহিনের বাড়িতে তার স্ত্রী কুলসুম সহ এলাকাবাসি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন, শ্বাশুড়ী ফজিলা ও স্বামীর বিরুদ্ধে।
এানব বন্ধনে তারা বলেন, ২০১৫ সালে নেত্রকোনা থানার বোবালা গ্রামে আজিজ মোড়লের কন্যা কুলসুম বেগমের সাথে তালা থানার তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মৃত মাজেদ সরদারের পুত্র শাহিনের বিয়ে হয়। এর পর তাদের গর্ভে সন্তান আসে। এসময় শাহিন ও তার পরিবারের লোকেরা কুলসুমের পরিবারের কাছে মোটা অংকের যৌতুকের দাবী করে বলে অভিযোগ উঠে । একপর্যায়ে শাহিন তার স্ত্রীকে তালাক দিয়ে আবারও বিবাহ করেন । কিছূদিন পর শুরু হয় আবারও ২ লক্ষ টাকার যৌতুকের দাবী ও নির্যাতন। ১ বছর ২ মাস বয়স পুত্র সন্তান আরাফাতকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে কুলসুম। এদিকে এলাকার সমাজ সেবকরা নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে। এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন (সোনা), মানবাধিকার কমি কাজী এনামুল ইসলাম(বিপ্লব),মোঃ রফিকুল ইসলাম সরদার,০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা (ইতি বেগম) । এদিকে শাহিন ও তার পরিবারে সদস্যদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। বিষটি নিরাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …