ক্রাইমবার্তা ডেস্করিপোট:ঢাকা: ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির কারাবন্দী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।
রোববার সাঈদীর পক্ষে হাইকোর্টের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেনের বেঞ্চে এ আবেদন করা হয়। আজ সোমবার এ আবেদনের ওপর শুনানির কথা থাকলেও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনের প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার দুপুর ২ টায় শুনানির সময় ধার্য করেছেন আদালত। সাঈদীর পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
মাওলানা সাঈদীর ছেলে ও ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ সাঈদী বলেন, এর আগে আমরা জেলকোড অনুযায়ী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ডিভিশনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছি।
কিন্তু, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অথচ জেলকোড অনুযায়ী আমার আব্বা ডিভিশন প্রাপ্য। এখন আমরা বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি।