ক্রাইমবার্তা রিপোট: চাঁদাবাজী, দখলবাজী,নারী নির্যাতন, ছিনতাই সহ ব্যাপক অনিয়মের অভিযোগে শ্যামনগরে মাদকের মামলায় যুবলীগ নেতা আবুল হাসান (৩৮)কে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় শ্যামনগর উপজেলার কাঠালবাড়িয়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে মটর সাইকেলে চলমান অবস্থায় মাদকের মামলায় তাকে গ্রফতার করে শ্যামনগর থানা পুলিশের এ এস আই ফজলুল করিম ও তার সঙ্গীয় ফোর্স।
শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল হাসান আটুলিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে চাঁদাবাজী, দখলবাজী,নারী নির্যাতন, ছিনতাই সহ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে বলে থানা সুত্র জানায়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …