সিসি ক্যামেরার আওতায় এলো সাতক্ষীরা শহর
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় অপরাধ প্রবণতা তুলনামুলক বেশি। অস্ত্র ও মাদকের চোরাচালান ঘিরে জেলা শহরে গড়ে উঠে অপরাধীচক্র। পাশাপাশি আছে রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা।
শহরের ৪১টি পয়েন্টকে ঝুকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ। ১৩৩টি সিসি টিভির ক্যামেরায় চলছে সার্বক্ষণিক মনিটরিং। পাশাপাশি রয়েছে টহল পুলিশের নজরদারি। স্থানীয়রা জানান ক্যামেরা বসানোর পর চুরি, ডাকাতি, ছিনতাইসহ বড় ধরনের সহিংসতা কমেছে।
সিসিটিভি মনিটরিং এর জন্য পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে রয়েছে আলাদা ই্উনিট।
পর্যায়ক্রমে থানাসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানেও সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।