সিসি ক্যামেরার আওতায় এলো সাতক্ষীরা শহর

সিসি ক্যামেরার আওতায় এলো সাতক্ষীরা শহর

সাতক্ষীরায় সিসি ক্যামেরা

পাল্টে গেছে সাতক্ষীরা শহরের নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর পর অপরাধ কমায় স্বস্তিতে শহরবাসী। অপরাধ নিয়ন্ত্রণে জেলার অন্যসব জায়গায়ও ক্যামেরা বসানোর পরিকল্পনা করছে জেলা পুলিশ।

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় অপরাধ প্রবণতা তুলনামুলক বেশি। অস্ত্র ও মাদকের চোরাচালান ঘিরে জেলা শহরে গড়ে উঠে অপরাধীচক্র। পাশাপাশি আছে রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা।

শহরের ৪১টি পয়েন্টকে ঝুকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ। ১৩৩টি সিসি টিভির ক্যামেরায় চলছে সার্বক্ষণিক মনিটরিং। পাশাপাশি রয়েছে টহল পুলিশের নজরদারি। স্থানীয়রা জানান ক্যামেরা বসানোর পর চুরি, ডাকাতি, ছিনতাইসহ বড় ধরনের সহিংসতা কমেছে।

সিসিটিভি মনিটরিং এর জন্য পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে রয়েছে আলাদা ই্‌উনিট।

পর্যায়ক্রমে থানাসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানেও সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।