তালায় সড়ক দুর্ঘটনায় নিহত এক: আহত ৪

তালা প্রতিনিধি: উপজেলার তেঁতুলিয়া শরবতের মোড় নামক স্থানে চট্টোগ্রাম থেকে ছেড়ে আসা এসপি লাইন পরিবহন ও ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল মজিদ সরদার নামের এক ব্যক্তি নিহত এবং তার পরিবারের ৩জন সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনায় ইজিবাইক চালকও আহত হয়। জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালার শরবতের মোড় নামক স্থানে চট্টোগ্রাম থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী এসপি লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক তালা উপজেলার আলাদীপুর গ্রামের হাশেম আলী জোয়ার্দ্দারের পুত্র মিজানুর রহমান (৪০) সহ শাহাপুর গ্রামের মজিদ সরদার (৬০) তার স্ত্রী হামিদা বেগম (৫০), পুত্রবধূ রেশমা বেগম (২৫), রেশমার শিশু কন্যা সাদিয়া খাতুন (২) আহত হয়। আহতদেরকে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ছিল ২ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার বিকালে আব্দুল মজিদ সরদারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর জাতপুর ক্যাম্প পুলিশ পরিবহনটি (ঢাকা মেট্রো-ব-১৪-৯৫৬৬) আটক করলেও কৌশলে চালক ও হেলপার পালিয়ে যায়। জাতপুর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই হেকমত আলী বলেন, পরিবহনটি চট্টগ্রাম থেকে পাইকগাছায় আসার পথে দুর্ঘটনায় পতিত হয়। চালক ও হেলপার পালিয়ে গেলেও পরিহনটি তাদের হেফাজতে রয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।