যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ যশোরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে জাহিদ হাসান টোকন (৩০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। শনিবার ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা মাঠে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, টোকন তালিকাভুক্ত সন্ত্রাসী ও ২৭ মামলার আসামি। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুর রহমান সংবাদিকদের জানান, ‘তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনকে যশোর কোতয়ালী থানার সামনে থেকে রাতে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে শনিবার ভোর রাতে পুলিশ কায়েমখোলা মাঠে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা তার দলের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। উভয়ের গোলাগুলিতে টোকন আহত হয়। আহত টোকনকে যশোর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড পিস্তলের গুলি ও ৫টি বোমা উদ্ধার করে। তার নামে হত্যা, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের ২৭টি মামলা আছে যশোরের বিভিন্ন থানায়। মৃত টোকন ঝিকরগাছা থানার কৃষ্ণপুর এলাকার আসলাম মাস্টারের পুত্র।’

এদিকে, ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সেলিম রেজা বলেন, ‘ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের গ্রপের রোষানলের শিকার টোকন। ঝিকরগাছা পৌর যুবলীগের দুটি কমিটি রয়েছে। টোকন একটি কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন।’

তিনি বলেন, ‘ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। টোকন বর্তমান এমপি গ্রুপের বিপক্ষে অবস্থান নেয়ায় তার নামে একের পর এক মামলা মিথ্যা মামলা হয়েছে।’

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।