চাম্পাফুল (কালিগঞ্জ) থেকে \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে ঝুকিপূর্ন বাঁশের শ্যাঁকো দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী সহ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। চাম্পাফুল ইউনিয়নের পূর্বকোনে অবস্থিত অবহেলিত পাাঁচটি বিস্তৃর্ন এলাকা জনসাধারন সহ স্কুল পড়–য়া শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে বাাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছে । এলাকা ঘুরে দেখা গেছে , চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর টু কুমার খালী, এর মাঝখানে হাওড়ার একটি শাখা নদী যেখানে পারাপারের জন্য নগ্ন একটি বাঁশের শ্যাকো ছাড়া কোন রকম ব্যাবস্থা না থাকায় ঐ এলাকার জনসাধারন সহ স্কুল,কলেজ পড়–য়া শিক্ষার্ধীরা জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে । বিশেষ করে এখন বর্ষা মৌষম পারাপরের অনেক ঝুকি ,আর ঐ এলাকার জনসাধারন সহ স্কুল কলেজ মাদ্রাসা পড়–য়া ছাত্র/ছাত্রীরা আর কোন উপায় না থাকায় জীবনের ঝুকি নিয়ে পার হচ্ছে প্রতিনিয়োত। এলাকার জনসাধারন প্রতিনিধিকে বলেন, আমাদের আসলে কপাল মন্দো তা না হলে ঝুকিপূর্ণ বাশের শ্যাকোটি যখন ব্রীজ হওয়ার বন্দব্যাবস্থা হলো ঠিক তখনি এলাকার কিছু ঘের ব্যাবসায়ী উপরে মহলে তদবির করে তা বন্দের জন্য দৌড়ঝাপ করে তা বন্দ করলো। আমারদের কষ্ঠ আমাদের থেকে গেল। এলাকা বাসীর জোর আবেদন পুনারায় পারাপারের জন্য একটি ব্রীজ নির্মানের করে সীমাহীন কষ্টের হাত বাচার জন্য সংশ্লিষ্টদের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছে ।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …