ক্রাইমবার্তা রিপোট: আককাজ : সাতক্ষীরায় রসুলপুর স্কুল সড়কের সিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রসুলপুর স্কুল সড়কের সিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী। সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে ২শ’ ২০ রসুলপুর স্কুল সড়কের সিসি ঢালাই নির্মাণ কাজ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে করা হচ্ছে। এসময় কড়াই থেকে নির্মাণ সামগ্রী ঢেলে উদ্বোধন করেন ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফরিদা খাতুন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, এসও সাগর দেবনাথ, তুষার চৌধুরী, ও ঠিকাদার মো. মাহসুদ হোসেন রুমনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …