ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ : সাতক্ষীরায় কামালনগর বায়তুল নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কামালনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে কামালনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ‘এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ শুরু করেছেন। এ জেলায় ৪ হাজার ৩৮টি মসজিদ আছে। মসজিদ মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার ব্যাপক সহায়তা দিচ্ছেন।’ আলোচনা সভা শেষে প্রধান অতিথি কুদাল দিয়ে মাটি কেটে কামালনগর বায়তুল নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কামালনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক তাহমিদ শাহেদ চয়ন, পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, কামালনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইয়াছিন আরাফাত, কামালনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতারিম হাফেজ মোক্তার হোসেন, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, মো. আফসার আলী প্রমুখ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …