জামায়াত অংশ নেয়নি ২০ দলের বৈঠকে: *দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য# আচরণবিধি লঙ্ঘনে জুবায়েরকে শোকজ

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন সামনে রেখে  ২০ দলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলামী অংশ নেয়নি।সোমবার রাতে নগরীর কাজিটুলার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত বাদে জোটের শরিক দলের প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে জামায়াতকে দাওয়াত দেয়া নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, ‘জামায়াতকে দাওয়াত দেয়া হয়েছে, ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেননি।’

অপরদিকে সিলেট মহানগর জামায়াতের আমীর ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জোটের কোনো বৈঠক ছিল না। বৈঠক হলে অবশ্যই আমরা জানতাম ও থাকতাম।’

আসন্ন সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপি আরিফুল হককে মনোনয়ন দিলেও জামায়াতের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাগরিক ফোরামের ব্যানারে মেয়র প্রার্থী মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

সোমবারের জোটের বৈঠক নিয়ে কথা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের সঙ্গে। তিনি বলেন, আগামী বৃহস্পতিবারও জোটের বৈঠক হবে। ‘গত রাতে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, এখনও জামায়াতকে জানানো হয়নি। বৈঠকের ব্যাপারে জানানো হবে।’

তবে জেলা জামায়াতের আমীর এহসানুল মাহবুব বলেছেন, বৈঠক নয় শরিক দলের নেতাদের নিয়ে চা খাওয়া ও ঘরোয়া আলোচনার কথা বলা হয়েছে আমাদের।

অথচ সংবাদপত্রে দেখলাম ২০ দলীয় জোটের বৈঠক। এরকম তো আমিও শরিকদের নিয়ে বসেছিলাম।’ জুবায়ের বলেন, ‘বৃহস্পতিবারের বৈঠকের ব্যাপারেও কিছু জানানো হয়নি, তবে পত্রিকায় এরকম একটি খবর পড়েছি।’ সোমবার রাতের বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।

বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ক্ষুদ্রঋণ বিষয়ক সহসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর লেবার পার্টির মাহবুবুর রহমান খালেদ, সিলেট মহানগর এনডিপির সভাপতি সাঈদুর রহমান রুপা, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাহির চৌধুরী, বিজেপি সিলেট জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন লিটন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সিনিয়র সহসভাপতি মুফতি আবুল কারিম হক্কানী, জমিয়তে ইসলাম সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল মালিক চৌধুরী, মহানগর জমিয়তের সহসভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সহসভাপতি মাওলানা ছালেহ আহমদ, মহানগর ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক হাফিজ আবদুল মালিক, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকান্দর, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা আ ফ ম কামাল চৌধুরী, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি আবদুল হান্নান তপাদার, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি প্রিন্সিপাল আবদুল হান্নান, এনডিপি সিলেট জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, এনডিপি মহানগর সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, জাগপা সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহজান আহমদ লিটন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান, বিজেপি সিলেট জেলার সদস্য সচিব ডা. একেএম নূরুল আম্বিয়া, জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট ফখরুল হক, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাসুদ, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বিএনপির সহদফতর সম্পাদক আবদুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর। বৈঠকে বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার দুপুরে জুবায়েরকে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসের স্টাফ অফিসার-১ ও সমন্বয়ক উত্তম কুমার রায়।

তিনি জানান, সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায় এহসানুল মাহবুব জুবায়েরের একাধিক নির্বাচনী প্রচারণার সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হওয়ায় জুবায়েরকে শোকজ করা হয়েছে। আজ বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে জুবায়েরকে অনুরোধ জানিয়েছে ইসি।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।