কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে বেকারি ও রেস্টুরেন্টকে জরিমানা

ক্রাইমবার্তা রিপোট:   কলারোয়ায় প্রতিনিধি:কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে বেকারি ও রেস্টুরেন্টকে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে পৌরসভাধীন মুরারীকাটি মোড়ে অবস্থিত খুলনা বেকারি এবং যুগিবাড়ী মোড়ে অবস্থিত বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।নোংরা, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ, উৎপাদন ও মেয়াদোত্তীর্ন তারিখ না থাকা, ট্রেড লাইসেন্স দেখাতে না পারা, কয়েকদিনের পুরনো খাবার রাখাসহ অন্যান্য কারণে ওই প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।ওই সময় খাদ্য অনুপযোগী খাবার বিনষ্ট করে খুলনা বেকারিকে ৭হাজার টাকা ও বৈশাখী হোটেলকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খুলনা বেকারির ম্যানেজার সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মনোরঞ্জন ঘোষের পুত্র হিরণ্ময় ঘোষ (১৯)কে ও বৈশাখী হোটেলের ম্যানেজার পাথরঘাটা গ্রামের আ.গফফার মোড়লের পুত্র মোখলেছুর রহমান (২৩)কে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার ফাউন্ডেশনের পরিদর্শক শেখ মো.মনিরুজ্জামান, কলারোয়া ইউএনও অফিসের বেঞ্চসহকারী আব্দুল মান্নান প্রমুখ।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।