ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দিস মজুর শহিদুল ইসলামের (৬৫) মৃত্যু হয়েছে ।সে উপজেলার পারুলিয়া গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত জোহর আলীর ছেলে ।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে শহিদুল বিদ্যুতের মেইন লাইনের উপর দিয়ে বাড়ির বিদ্যুৎ লাইনের তার টেনে নিয়ে যাচ্ছিলো। এসময় শহিদুল বিদ্যুতের মেইন লাইনের তারে সর্ক খেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দেবহাটা থানার ওসি কাজী কামলা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
