ক্রাইমবার্তা রিপোট: : দেবহাটার পারুলিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় ১ ইঞ্জিনভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন যাত্রী। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩২)। সে দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। শুত্রবার দুপুর ১ টার দিকে সখিপুর-পারুলিয়া কাকড়া সমিতির অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে একটি ইঞ্জিনভ্যান কয়েকজন যাত্রী নিয়ে পারুলিয়া থেকে সখিপুরের দিকে যাচ্ছিলো। এসময় একটি দ্রুতগামী ভারী ট্রাক যার নং সিলেট শ ১১-০০৫১ ঐ ইঞ্জিনভ্যানটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঐ ভ্যান যাত্রী মনিরুল ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া এ ঘটনায় দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের হরিপদ দাশের ছেলে মাধব দাশ (৪০) ও রতেœশ^রপুর গ্রামের প্রদীপ দাশের ছেলে ভোলানাথ দাশ (৪২) আহত হয়। তাদেরকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে দূর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপাররা পালিয়ে যায়। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী ১ জন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …