দেবহাটার পারুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

ক্রাইমবার্তা রিপোট: : দেবহাটার পারুলিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় ১ ইঞ্জিনভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন যাত্রী। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩২)। সে দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। শুত্রবার দুপুর ১ টার দিকে সখিপুর-পারুলিয়া কাকড়া সমিতির অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে একটি ইঞ্জিনভ্যান কয়েকজন যাত্রী নিয়ে পারুলিয়া থেকে সখিপুরের দিকে যাচ্ছিলো। এসময় একটি দ্রুতগামী ভারী ট্রাক যার নং সিলেট শ ১১-০০৫১ ঐ ইঞ্জিনভ্যানটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঐ ভ্যান যাত্রী মনিরুল ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া এ ঘটনায় দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের হরিপদ দাশের ছেলে মাধব দাশ (৪০) ও রতেœশ^রপুর গ্রামের প্রদীপ দাশের ছেলে ভোলানাথ দাশ (৪২) আহত হয়। তাদেরকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে দূর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপাররা পালিয়ে যায়। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী ১ জন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।