ক্রাইমবার্তা রিপোট নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খালে চাইপাতা দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও নারীসহ ১০ জন আহত হয়েছেন।শনিবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতের নাম সুজন মিয়া (২৩)। তিনি ওই গ্রামের আবুল হাসেমের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে মধ্যারচর গ্রামের যুবলীগ নেতা বাবুল বাড়ির সামনে খালে মাছ ধরার জন্য চাইপাতা পাততে যায়। এতে বাধা দেয় স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার লোক সুজন। শুরু হয় তর্কবিতর্ক। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় সুজন নিহত হয়। এছাড়া বাবুল, লিটন, আছমা, হযরত আলী, আবুল হাসানসহ ১০ জন আহত হয়।
আড়াইহাজার থানার ওসি এমএ হক একজন নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।