মোস্তফা কামাল শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা :
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুটি অস্ত্র, তিনটি হরিনসহ দুই শিকারিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের ইমান আলির ছেলে মঞ্জু আলী (৪৫) ও পাতাখালি গ্রামের আমজাদ আলির ছেলে মহিবুল্লাহ (৩৬)। সোমবার ভোর রাতে চুনকুড়ি নদীর সুকদিয়া খাল থেকে তাদেরকে আটক করা হয়। শ্যামনগর থানার এস আই লিটনের নেতৃত্বে এগুলো আটক করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে। শ্যামনগর থানার অফিসার ইনচাজ সৈয়দ মান্নান আলি জানান, পুলিশ চুনকুড়ি নদীর সুকদিয়া খালে অভিযান চালিয়ে মঞ্জু আলী ও মহিবুল্লাহকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি দেশি বন্দুক ও তিনটি মৃত হরিণ। এঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে। এদিকে সাতক্ষীরা রেন্জের সহকারী বনসংরক্ষক মোঃ রফিক আহম্মদ বলেন, অস্ত্রসহকারে সুন্দরবনের চুনকুড়ি এলাকায় হরিন শিকার করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে বনবিভাগ, কোষ্টগার্ড,নৌ-পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযানে যেয়ে দেখা যায় পুলিশের ট্রলারে তিনটি মৃত হরিন, ২ টি দেশি বন্ধুক সহ দুই চোরা শিকারীকে ট্রলার যোগে আনা হচ্ছে,এসময় পুলিশ জানায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে সুকদিয়া খাল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছি। এদিকে একাধিক সূত্রে জানাগেছে, আটককৃতরা শিকারীরা সাতক্ষীরা-৪ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মোড়লের অনুগত।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …