ফিরোজ হোসেন : ভিশনের রাইচ কুকার কিনে রাশিয়া ভ্রমণের টিকিট পেলেন এক মাদ্রাসা ছাত্রী। সে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী এলাকার আনারুল ইসলাম কন্যা মাদ্রাসা ছাত্রী হালিমা খাতুন(২৩)।
হালিমা খাতুন ১০ জুলাই সকালে আরএফএল, ভিশনের এক্সলিউসিভ ডিলার মেসার্স ইমাম ইলেকট্রনিক্স থেকে ২২৫০ টাকা একটি রাইক কুকার ক্রয় করেন। ক্রয়ের পর স্কাচ কার্ড ঘষে তিনি “ভিশন উত্তেজনায় উত্তাল বিশ্বকাপ” ইয়ার টিকিট বিজয়ী হন। ওই দিনই ইয়ার টিকিট বিজয়ী হালিমার হাতে কোম্পানির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মেসার্স ইমাম ইলেকট্রনিক্সে স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদীন, ম্যানেজার শরিফুজ্জামান, ভিশন এর এসআর রাজু আহমেদ, রন্টু হাসান, মার্কেট মালিক শেখ সাফায়েত প্রমুখ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …